করোনা মহাদূর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি : বরকত উল্লাই বুলু

bulu_new.jpg

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনধি ।।

করোনা নিয়ে সরকার শুরু থেকেই কোনো গুরুত্ব দেয়নি। সরকার যদি গুরুত্ব দিত তাহলে আজকের এই পরিস্থিতির হতো না। করোনাকালীন সম্মুখযোদ্ধা বিশেষ করে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রণোদনার আওতায় নিয়ে আসা জরুরি। আজ শনিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে জেনুইন কমিউনিটি সেন্টারে ‘করোনা মহামারী প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

বুলু আরো বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর এখন রিজেন্ট হাসপাতালের করোনা টেস্টের অনুমতি নিয়ে নিজেদের মধ্যে দোষারোপে ব্যস্ত। এতে করোনা চিকিৎসায় নেতিবাচক প্রভাব পড়ছে। এখন ঝগড়া নয়, জাতির এই ক্লান্তিলগ্নে সরকারের উচিত, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা। সবাই মিলেই এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

 

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, স্থানীয় বিএনপি নেতা মফিজুর রহমান দিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top