সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া ও সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া।
ফেনী প্রতিনিধি ।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মেলন ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
ফেনী জেলা আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য গাজী এনামুল হক ভূঁইয়াকে সভাপতি,রফিকুল ইসলাম ভূঁইয়াকে সহ-সভাপতি ও আলহাজ্ব একরামুল হক ভূঁইয়াকে সেক্রেটারি নির্বাচিত করে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে । পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্র জানা যায়।