সরকার ইতিমধ্যেই বিদ্যুৎ খাতকে ‘লুটপাটের স্বর্গরাজ্যে’ পরিণত করেছে : জোনায়েদ সাকি

junayet-saki.jpg

জোনায়েদ সাকি, ফাইল ছবি।

নগর প্রতিবেদক।।

সরকার ইতিমধ্যেই বিদ্যুৎ খাতকে ‘লুটপাটের স্বর্গরাজ্যে’ পরিণত করেছে এমন অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, অব্যাহত লুটপাটের টাকা জোগান দিতেই উপর্যুপরি বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

গতকাল পৃথক এক বিবৃতিতে দলটি বলেছে, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে যখন চরমভাবে ব্যর্থ, তখনই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর যুক্তি তৈরি করবে এবং তা সব পণ্যের দাম বাড়াবে।

এছাড়াও গণসংহতি আন্দোলন বলে, দেশের নাগরিকদের প্রতি নিয়মিত বিরতিতে অসম্মানজনক ও শ্লেষাত্মক মন্তব্য সরকারপ্রধান থেকে শুরু করে নানা কর্তাব্যক্তির কাছ থেকে শোনা যায়। নাগরিকদের ক্ষমতাহীন ভাবাই এ ধরনের মন্তব্যের অন্যতম কারণ। জনগণের জবাব শাসকদের জন্য সর্বদাই করুণ পরিণতিই বয়ে আনে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top