উপলক্ষ্যে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নগর প্রতিবেদক।।
মুক্তিযুদ্ধের চেতনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জামাত-জঙ্গি-বিএনপি সন্ত্রাসী চক্রকে দমন ও ক্ষমতার বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি গত ৩১ অক্টোবর বিকাল ৪ টায়, নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় জাসদের এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, কাজী আরেফ আহমেদ, মেজর এম এ জলিল, আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, নুর আলম জিকু, বিধান কৃষ্ণ সেন, ক্যাপ্টেন শাজাহান, মার্শাল মনি, মোহাম্মদ শাজাহান, রুহুল আমিন ভূইয়া, মীর্জা সুলতান রাজা, শরীফ নুরুল আম্বিয়া, আ ফ ম মাহবুবুল হকসহ প্রতিষ্ঠাতা নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের মধ্যে যারা বেঁচে আছন তাদের সুস্বাস্থ কামনা করেন।
তিনি ৩১ অক্টোবর মঙ্গলবার জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ, শহীদ এডভোকেট মোশাররফ হোসেন, শহীদ বুদ্ধিজীবী চিশতি শাহ হেলালুর রহমান, শহীদ স্বপন কুমার চৌধুরি, শহীদ ডা. শামসুল আলম খান মিলন, শহীদ সিদ্দিক মাস্টার, শহীদ নিখিল চন্দ্র সাহা, শহীদ শাজাহান সিরাজ, শহীদ আবু তাহের খান খসরুসহ অগনিত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি জাসদের যে অগনিত নেতা-কর্মীরা বড় বড় নেতাদের দল ত্যাগ-ভিন্ন দল গঠন-ভিন্ন দলে যোগ দেওয়ার পরও কোনো রকম বিভ্রান্ত না হয়ে জাসদের পতাকা উর্ধে তুলে ধরে রেখেছেন, বুক দিয়ে জাসদকে আগলে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাসদ নেতাদের দল না, জাসদ কর্মীদের দল। হাসানুল হক ইনু এমপি আরো বলেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন করতে হবে। রাজাকার-বিএনপি সন্ত্রাসী চক্রের সাথে জাতীয় ঐক্যের নামে কোন মিটমাট করা যাবে না। আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তাদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা। তিনি বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের এ দূরাশা বাংলাদেশের জনগণ কখনই সফল হতে দিবে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট-মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের নেতৃত্বে ৭১ এর চেতনায় ফেরৎ যাবার সময় জঙ্গি-জামাত-বিএনপি চক্র নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। জঙ্গি-জামাত-বিএনপি চক্র ৭১-৭৫-২১ আগস্ট ও তাহের হত্যার খুনীদের আবার রাজনীতির ময়দানে ফেরৎ আনার মহা চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাত গণতন্ত্রের ফেরেস্তা না, রাজনীতির শয়তান-সন্ত্রাসী দানব। খুনী-দন্ডিত-আগুন সন্ত্রাসীদের কোন ছাড় নেই। তিনি বলেন, জঙ্গিবাদী-দুর্নীতি-লুটপাটকারীদের দমন ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম এর ভেতরেই বৈষম্য অবসান করে সমাজতন্ত্রের পথের সংগ্রামও এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে লিখিত বক্তব্য পাঠান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক জনাব আমির হোসেন আমু এমপি। বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক জনাব রেজাউর রশিদ চৌধুরী খাজা।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মো: মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবী, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।