মনোনয়ন পত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন

Sahdat.jpg

নিজস্ব প্রতিবেদক (নোয়াখালী থেকে) ।।

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে দাবি করেছে শাহাদাত হোসেন নিজে।
গতকাল নোয়াখালী জেলা নির্বাচন অফিসের বাহিরে স্থানীয় সাংবাদিকদের এমনটাই বলেছেন শাহাদাত হোসেন। পাশাপাশি নির্বাচন কমিশরন আফিল করবেন বলেছেন তিনি। তিনি সমর্থক, জনসাধারণ ও নেতা কর্মীদের কে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। এমনকি যে যাই বলুক সবাইকে সান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

মহান সৃষ্টিকর্তা সব সময় ধৈর্যশীলদের পাশেই আছেন, তিনি অসীম শক্তিমান, এবং দয়ালু। অনেক কিছুর কল্যাণ আমরা বাহ্যকি দৃষ্টিতে দেখতে পাই না, কঠিন পরীক্ষার মধ্যেও অনেক কল্যাণ তিনি লুকিয়ে রাখেন বলে মনে করেন।

উল্লেখ্য, মামলার তথ্য গোপন করায় ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী শাহাদাত হোসেন-এর মনোনয়নপত্র বাতিল করে জিলা নির্বাচন কমিশন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেন।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন করায় এবং ১৩ নম্বর ফরম পূরণ করে জমা না দেওয়ায় ৫ মে রোববার যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাইল মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, শাহাদাত হোসেন মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তিনি তাঁর বিরুদ্ধে থাকা চারটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেননি। এ ছাড়া ইলেভেন সি নামের ফরমে তিনি তার আয়-ব্যয়ের তথ্য উল্লেখ করেননি। তাই যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, তার জানামতে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। এ কারণে তিনিই হলফনামায় সেটি উল্লেখ করেননি। এ ছাড়া ১৩ নম্বর ফরমটি তিনি ভুলবশত জমা দেননি। তবে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। তিনি ছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হন আরও তিনজন। তারা হলেন সেতুমন্ত্রীর ছোট ভাই স্থানীয় পৌর মেয়র আবদুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী গোলাম শরীফ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ সমর্থক ওমর আলী। যাচাই-বাছাইয়ে তাঁদের তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top