বিশাল আয়োজনে কোম্পানীগঞ্জে ফখরুল সমর্থকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, মওদুদ সমর্থকরাও ঘরোয়াভাবে কেক কেটেছে

IMG-20200901-WA0010.jpg

বুরহান উদ্দিন মুজাক্কির ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। বিএনপি নেতা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফখরুল ইসলামের সার্বিক সহযোগিতায় তাঁর নিজ এলাকায় উপজেলা বিএনপির সেক্রেটারী নুরুল আলম সিকদারের নেতৃত্ব মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জের মুছাপুরে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানটি বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। ফখরুল ইসলামের সমর্থনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম সিকদারের কমিটির উপজেলা বিএনপির সাবেক বর্তমান নেতারাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কেটে বিএনপি প্রতিষ্ঠার ৪২তম বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ দলের অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ, বিএনপি নেতা কাজী একরাম, আনিছুল হক, মাঈন উদ্দিন মাসুম, একরামুল হক মিলন মেম্বার, গোলাম রাব্বানী বিপ্লব, মাস্টার আবু নাছের, লুৎফুল কবির মানিক, আলমগীর, এডভোকেট জাফর উল্যাহ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন, নুর উদ্দিন ফাহাদ, আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এলাকা শহীদ জিয়ার আদর্শের বিএনপির ঘাঁটি। এখানে সঠিক নেতৃত্বের অভাবে বিএনপির রাজনীতির দীর্ঘদিন ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়া বিএনপিকে জাগ্রত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে কারো চাপিয়ে দেয়া ‘পকেট কমিটি’ মেনে নেয়া হবে না। গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী দলের উপজেলা ও পৌর কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বানও জানানো হয়।

দীর্ঘদিন পর বিএনপির নেতাকরমীরা একটি উৎসবের দিন কটালেন দলের জন্মদিনে। দলের জন্মদিনের কেক কেটে নেতারা একে অপরকে খাইয়ে দিয়ে ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে কর্মসূচি পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় বিএনপি নেতা কাজী একরাম বলেন, অতীতে উপজেলা বিএনপি এমন জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। স্থানীয় বিএনপির সুখ-দুঃখের সাথী শিল্পপতি ফখরুল ইসলামের সার্বিক সহযোগিতায় আজকের এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে আমরা এই শিল্পপতিকেই দলের ভবিষ্যত কান্ডারী বলে মনে করছি।

কেক কেটে মওদুদ সমর্থকদেরও প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেবর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির (অননুমোদিত) আয়োজনে বসুরহাট বাজারের কলেজ রোড এলাকায় ঘরোয়াভাব কেক কাটার মধ্যদিয়ে মওদুদ সমর্থকদেরও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। বসুরহাট পৌরসভা বিএনপির অননুমোদিত কমিটির সভাপতি আব্দুল মতিন লিটন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অননুমোদিত কমিটির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, ও পৌর বিএনপির (অননুমোদিত কমিটির) বেশ কয়েকজন নেতা কর্মী। তাদের মধ্যে অন্যতম শওকত হোসেন সগির, আবদুল্ল্যাহ আল মামুন, জাহিদুর রহমান রাজন,  ওয়াদুল হক রাফেল, সাধারণ সম্পাদক মাজহারুল হক তৌহিদ, আতোয়ার হোসেন পাভেল, আরিফুল হক আরিফ, হোসেন মোহাম্মদ এরশাদ, জাকির হোসেন সুমন, সাহাব উদ্দিন, খালেদ সাইফুল্লাহ ইমন,  নুরনবী রুবেল প্রমুখ।

বক্তারা, অনতিবিলম্বে খালেদা জিয়ার সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top