বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা কেউই আসেন না

BNP-Chairman-K.jpg

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়।

নগর প্রতিনিধি ।।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে নারকীয় তাণ্ডবের ঘটনায় ছত্রভঙ্গ বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। নেতাকর্মীরা কেউ আসেন না। একই চিত্র গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও। এ কার্যালয়ে তালা লাগানো হয়নি। তবুও এখানেও আসছেন না নেতারাও।

সরেজমিনে গুলশান কার্যালয়ে গিয়ে দেখা যায়, চারপাশ বেশ ফাঁকা। মূল ফটকের ভেতরে দুজন নিরাপত্তাকর্মী বসে আছেন। সামনের চায়ের দোকানে বসেছিলেন কার্যালয়ের আরেকজন কর্মচারী মো. এজাজ। তিনি জানান, কার্যালয়ের ভেতরে ৩/৪ জন কর্মচারী থাকেন। ২৪ ঘণ্টা তাদের থাকতে হয়। কার্যালয়ের ভেতরে তারা রান্না করেন, খান এবং সেখানেই ঘুমান। এজাজ বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের কেউ এখন আর কার্যালয়ে আসছেন না।’

নেতাকর্মী না থাকলেও বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কার্যালয়ে তো কেউই আসেন না। একেবারে নীল। সারা দিন বসে থাকতে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top