মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বত্তৃদ্ধতা করছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশেষ প্রতিনিধি ।।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না। সংসদ থেকে তাঁদের পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এই বুদ্ধি যাঁরা দিয়েছেন, তাঁরা শিগগিরই প্রস্তাবেন। পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকাল রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে এ সম্মেলন হয়।
ওবায়দুল কাদের বলেন, আগামী বছর ফাইনাল খেলা হবে। খেলা হবে দুর্নীতি, লুটপাট আর মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে। সেই খেলায় মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হবে।
বিএনপির গত ১০ ডিসেম্বরের ঢাকার সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। ’
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র শুধু আওয়ামী লীগের ভেতর আছে, বিএনপির ঘরে নেই গণতন্ত্র, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের বলতে চাই, তাদের দলের সম্মেলন কবে হয়েছে? এ দলের জাম্বু-জেড মার্কা কমিটি কবে হয়েছে, কয়টা মিটিং হয়েছে। বিদেশিদের বলি, তারা কেন জিজ্ঞাসা করে না? তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ’
কিছু কিছু বিদেশি দূতাবাসের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হন, ক্ষোভ প্রকাশ করেন। আমি প্রশ্ন করি, আপনাদের দেশে প্রতিদিন কত নারী ধর্ষণের শিকার হয়। তখন মানবাধিকার কোথায় থাকে। আমাদের দেশের পুলিশের ওপর যখন হামলা, হত্যার চেষ্টা করা হয়, তখন তারা কি চুপ করে বসে থাকবে?’
জাতিসংঘের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বড় বড় কথা বলে। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয়, তখন তারা কোথায় থাকে? জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের মতো গরিব দেশকে বিপদে ফেলে। ’