উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বিশেষ সহযোগী ছাত্রদলের নেতা আশ্রাফুল হাসান জাবেদ।
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি ।।
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের নেতা আশ্রাফুল হাসান জাবেদকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। ২২ মার্চ শনিবার বেলা তিনটার সময় পৌরসভার আলাইয়া পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাবেদকে গ্রেফতারের পূর্বে দুপুর ১২ টার সময় তার আলাইয়াপুর গ্রামে তার বাড়ীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। অভিযানে জাবেদের ঘর থেকে দেশীয় কিছু অস্র উদ্ধার করা হয়। অস্র উদ্ধারের ২ ঘন্টার পর জাবেদকেও গ্রেফতার করা হয়। জাবেদ উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বিশেষ সহযোগী।