হাসানুল হক ইনু
নিজস্ব প্রতিবেদক :
‘গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি দুর্নীতিবাজ ও লুটেরা উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পুঁজিবাদ, মুক্তবাজার অর্থনীতি, গণবিরোধী রাষ্ট্রব্যবস্থার হাতে জনগণের ভাগ্য ছেড়ে দেওয়া যায় না। মুক্তবাজার অর্থনীতি মুনাফা বোঝে, মানুষ বোঝে না। মানুষকে অবহেলা আর সমাজে বৈষম্য ছাড়া আর কিছুই দিতে পারে না।‘ আজ বুধবার (২১ জুলাই) কর্নেল তাহেরের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাসদ গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে সংগ্রাম করছে উল্লেখ করে ইনু বলেন, ‘দুর্নীতি ও বৈষম্যের অবসান করে সুশাসন-সমাজতন্ত্র প্রতিষ্ঠারই আমাদের লক্ষ্য। আজ সময় এসেছে সংবিধান পর্যালোচনা করার। সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা চালুর বিকল্প নেই।’
গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে সামজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কর্নেল তাহের জাসদে যোগ দিয়েছিলেন উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘তিনি যেমন মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছেন, ঠিক তেমনই ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির সংকটকালে সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের বিপ্লবী প্রচেষ্টা চালিয়েছিলেন। ৪৪ বছর আগে সামরিক শাসক জিয়াউর রহমান মিথ্যা সাজানো মামলায় প্রহসনমূলক বিচারে তাকে ফাঁসি দিয়ে ঠান্ডা মাথায় খুন করেছিল।’
সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, নুরুল আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।