গণআন্দোলনের জন্য দাবিনামা ঠিক করা হচ্ছে : মির্জা ফখরুল

Fokhrul.jpg

নিজস্ব প্রতিবেদক  ।।

সরকারবিরোধী গণআন্দোলনের জন্য দাবিনামা ঠিক করা হচ্ছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে বিএনপি। কথাগুলো বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের এ সংলাপ শুরু হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে সংলাপ করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে মির্জা ফখরুলের দাবি, পতদ্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, গঠন করতে হবে নিরপেক্ষ ইসি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলের মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, আমিনুল ইসলাম আমিন ও খন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না তার দল। খালেদা জিয়ার মুক্তিসহ এইসব বিষয়ে বিএনপির সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top