কুমিল্লা-৭ আসনে (চান্দিনা) মুনতাকিম আশরাফ টিটুকে প্রার্থী ঘোষণা

Muntakimmm-scaled.jpg

মুনতাকিম আশরাফ টিটু। ছবি সংগৃহীত।

কুমিল্লা প্রতিনিধি।।

সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে শূন্য সংসদীয় আসন কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে প্রয়াত অধ্যাপক আলী আশরাফ এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটুকে দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। মুনতাকিম আশরাফ টিটু চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুনতাকিম আশরাফ টিটু নোয়াখালীর কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফারইস্ট লাইফ ইন্স্যরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক ইসি চেয়ারম্যান ঢাকার সনামধন্য হাউজিং ব্যবসায়ী মেট্টো গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলামের মেয়ের জামাতা।

৪ সেপ্টেম্বর শনিবার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে টিটুর নাম চূড়ান্ত করা হয়। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তপন বক্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

দলীয় একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম মিডিয়াকে বলেন, বর্ধিত সভায় আলাউদ্দিন আল আজাদ মমতাজ একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর নাম প্রস্তাব করেন। সভায় উপস্থিত চান্দিনা উপজেলা এবং ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এই প্রস্তাবে সম্মতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top