‘আগুন নিয়ে খেলা করবেন, আর আমাদের নেতাকর্মীরা কী ললিপপ খাবে’
জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এমপি।
নিজস্ব প্রতিবেদক ।।
আপনারা লাঠি খেলা করবেন, আগুন নিয়ে খেলা করবেন, আর আমাদের নেতাকর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? আমরা প্রস্তুত আছি, খেলা হবে। ২৮ নভেম্বর সোমবার বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অর্থ পাচারকারী তারেক রহমান, বিদেশে কত টাকা আছে কেউ জানে না, সুইচ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে ঢাকায় তারেকের সাত বছরের জেল হয়েছে। সেই অর্থ পাচারকারী দুর্নীতিবাজ তারেক রহমান হচ্ছে মির্জা ফখরুলের নেতা। এখন নাকি তারেক রহমান ফেসবুকে প্রচার করছে ১১ ডিসেম্বর বাংলাদেশে আসবে। ইরানের ইমাম খমেনি স্টাইলে প্রচার করছে। তারেক রহমান একজন খুনি, তাকে বাংলাদেশের কেউ বিশ্বাস করে না। বড় লোকদের বাসায় বিদেশি কুকুর থাকলে যেমন- লেখা থাকে কুকুর হতে সাবধান, বাংলাদেশের জনগণকে বলি তারেক থেকে সাবধান।
ওবায়দুল কাদের এমপি বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ১০ তারিখে খেলা হবে, তবে মারামারি নয়, পাল্টাপাল্টি নয়। নেত্রীর নির্দেশে ছাত্রলীগের সম্মেলন ৮ তারিখের পরিবর্তে ৬ তারিখে দিয়েছি। আমরা বাঁধা দিতে চাই না, ১০ তারিখে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করুক, আমরা এটাই চাই। তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে।
জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগ এই ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ। পরে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাবু বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সাড়ে ৭ বছর পর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।