মোহাম্মদ মকছুদের রহমান ।।
কোম্পানীগঞ্জের প্রথম বিএসসি পাস শিক্ষক, বসুরহাট এ এইচ সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক শাহ আলম বিএসসি স্যার ২০১৯ সালের ১৬ অক্টোবর নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে মারা যান।
আজকের এই দিনে প্রিয় শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
স্যারের মৃত্যুতে নোয়াখালীর দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ একজন ভালো মানুষকে, একজন আদর্শ শিক্ষক ও একজন সাদা মনের মানুষকে এবং মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠককে হারিয়েছি।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম শাহ আলম বিএসসি স্যার ছিলেন কোম্পানীগঞ্জের মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের সদস্য সচিব। দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা দেখানো এই মহান মানুষটির স্মৃতির প্রতি রইল অজস্র বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।
স্যার লম্বা সময় বসুরহাট এ এইচ সি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং স্কুলের প্রশাসনিক দায়িত্ব পালন ও শিক্ষকতা একসাথে করেছেন।
তাঁর শিক্ষকতা কর্মজীবনে তিনি কখনও কোন ছাত্রকে শারীরিক ভাবে শাস্তি প্রদান করেন নি, কাউকে প্রাইভেট পড়ান নি। তিনি অত্যন্ত সহজ সাবলীল ভাবে ক্লাসে পাঠদান করতেন। সারাজীবন এই স্কুলে শিক্ষকতা করে সাদামাটা জীবন কাটিয়েছেন। অবসর জীবনেও সহজ সরল ভাবে জীবন অতিবাহিত করেছেন।
আবারো স্যারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আল্লাহ আপনি আমার ও কোম্পানীগঞ্জ, দাগনভুঞা, সেনবাগ ও সোনাগাজীর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর প্রিয় শ্রদ্ধেয় স্যারকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম ও মর্যাদা দান করুন। আমীন।