মেইল ডেস্ক ।।
বহু ভাষাবিদ,পণ্ডিত ও প্রাচ্যের অন্যতম ভাষাবিজ্ঞানী বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ড.মুহম্মদ শহীদুল্লা-র আজ জন্ম দিন। ১৮৮৫ সালের ১০ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে আজকের দিনে তিনি জন্ম গ্রহন করেন।
বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি। পাকিস্তান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্র ভাষা করার পক্ষে যে ক’জন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেক খানিই প্রশস্ত হয়। তাঁর রচিত বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা,বাংলা ব্যাকরণ ইত্যাদি বই আধুনিক বাংলা ভাষার বিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ পাস করেন। তিনি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে পি.এইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৩৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হন। তিনি ১৮টি ভাষা জানতেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ সবসময়ই সাহিত্য কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি উর্দু অভিধান প্রকল্পেরও সম্পাদক ছিলেন।
বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ বাঙালি জাতির জন্য রত্নভান্ডার ছিলেন।
তথ্য সংগৃহীত