রফিকুল হায়দার চৌধুরী (ছবি ফেইসবুক থেকে নেয়া)
রিয়াজ মাহমুদ বিনু লক্ষীপুর থেকে।।
আজ ২৭ আগস্ট মুক্তিযুদ্ধের বীর সেনানী, লক্ষীপুরের রাজনীতির অঙ্গনের উজ্জ্বল তারকা রফিকুল হায়দার চৌধুরী’র ১৩ তম মৃত্যুবার্ষিকী। যিনি কৈশোর থেকে-যৌবনকাল পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ, জাতি, জনগণের কল্যাণে, মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দাবিতে রাজনীতির মাঠের লড়াইয়ে অবতীর্ণ ছিলেন। একজন দৃঢ় চেতা, সৎ,আদর্শবান, মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালীর অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বিশ্বাসী- সাহসী মানুষ রফিকুল হায়দার চৌধুরী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের কমান্ডার। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে হাজার-হাজার জনগণকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লক্ষীপুর- কালিবাজার- মীরগঞ্জ (দশ কিলোমিটার) সড়ক নির্মাণ করেছেন। জাসদের প্রতিষ্ঠাকালীন সময়ের নেতৃত্ব।
লক্ষ্মীপুর জেলা প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্বদানকারী এবং তৎকালীন সরকার কর্তৃক গ্রেফতার হয়ে কারাবরণকারী রফিকুল হায়দার চৌধুরী। জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলার সভাপতি ছিলেন। এই অকুতোভয় সাহসী যোদ্ধার সাথে লক্ষীপুরের মাটি ও মানুষের সম্পর্ক ছিলো আত্মার সম্পর্ক।
মহান আল্লাহ উনার জীবনের সকল জানা-অজানা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে– উনার জীবনের সকল ভালো- কল্যাণকর কাজ কে উছিলা করে উনাকে কবরে শান্তিতে রাখুন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সূত্র :এডভোকেট বেলায়েত বেলাল।