আজ কবি সুফিয়া কামাল এর জন্মদিন, স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা

Kobi-Sufiya-Kamal.jpg

মেইল ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে মামার বাড়িতে জন্মগ্রহন করেন। কবি সুফিয়া কামাল এর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

কবি সুফিয়া কামাল মানবমুক্তি,গনতান্ত্রিক,সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে লড়াই করেছেন,তিনি আজীবন সাম্প্রদায়িকতা,মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন।

কবি একুশে পদক, স্বাধীনতা পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ প্রায় ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর আমাদের ছেড়ে চলে যান। তিনিই প্রথম বাঙালি নারী যাঁকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছিল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top