জরুরি সভায় উপস্থিত সম্পাদকরা।
নগর প্রতিবেদক।।
বাংলাদেশ এডিটরস ফোরাম-এর কেন্দ্রীয় কার্যকরি কমিটি আজ ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় ইত্তেফাক মোড়ের মোতালেব ম্যানশনে দৈনিক সোনালী বার্তা কার্যালয়ে জরুরি সভা করে।
সংগঠনের প্রেসিডেন্ট দৈনিক আমাদের বাংলা সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কার্যকরি কমিটির সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব দৈনিক আপন কাগজ ও নোয়াখালী মেইল সম্পাদক মোহাম্মদ মকছুদের রহমান মানিক।
সভায় বাংলাদেশ এডিটরস ফোরামকে দেশব্যাপী বিস্তারে বিভাগীয় ও জেলা কমিটি গঠন, সংবাদপত্রের সাম্প্রতিক সমস্যা ও নিবন্ধনপ্রাপ্ত প্রিন্ট মিডিয়ার অনলাইন অনুমোদন কেন, সম্পাদকদের রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ওঠে আসে।
এসময় বক্তব্য রাখেন সাপ্তাহের খবর সম্পাদক ও প্রকাশক আবু বক্কর ছিদ্দিক, দৈনিক আলোর বার্তা সম্পাদক রফিক উল্ল্যাহ সিকদার, দৈনিক গণজাগরণ সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক সূর্যোদয় প্রধান সম্পাদক সুব্রত কুমার শুভ্র, দৈনিক সোনালী বার্তা প্রকাশক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দৈনিক সারাবেলা সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক দিনের আলো ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার,দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, দৈনিক নবজীবন সম্পাদক নরুন্নাহার রিতা, ডেইলি ট্যুরিস্ট ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্যাহ আল হাসান সাকিব, বিজনেস ডাইজেস্ট সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, দৈনিক অন্যায়ের চিত্র নির্বাহী সম্পাদক আবুল কাশেম সোহাগ, দ্যা ডেইলি হিউম্যান রাইটস সম্পাদক প্রকাশক মাসুদ রানা, পাক্ষিক অবলোকন সম্পাদক ও প্রকাশক মাহবুব আলম, আমাদের চট্টগ্রাম পত্রিকার সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ ও সাংবাদিক রতন দেবাশীষ।
আলোচকরা সংবাদপত্রে মাফিয়া দৌরাত্ম্য রুখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বুদ্ধিভিক্তিক সমাজের নেতৃত্ব প্রধানকারী সম্পাদকদের অধিকার অদায়ে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। সভা শেষে দৈনিক সোনালী বার্তা প্রকাশক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ এডিটরস ফোরাম-এর নেতৃবৃন্দকে মধ্যাহ্নভোজ আপ্যায়ন করেন।