নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা কাঁটাবন মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।কর্মজীবনে প্রবীণ এ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
এদিকে সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।