মেইল ডেস্ক ।।
আমাদের প্রিয় পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সকলের প্রতি আমাদের প্রকাশনা হাউজ থেকে রহিল পবিত্র ঈদ-উল-আযহার ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক। করোনায় বিপর্যস্ত মূহুর্তে যদিও এবারের ঈদুল আজহা একেবারে ভিন্ন পরিবেশে সারা পৃথিবীতে মুসলিম জাতির কাছে একটি অপ্রত্যাশিত সময়। তথাপি, কোরবানির আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলিম জাতি ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ) এর হৃদয়বিদারক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় মুসলমানরা কোরবানি পশু জবাই করার মাধ্যমে।
কিন্তু, সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত অনেকেরই প্রিয়জন হারানোর ব্যথা আমাদেরকে সবসময় ভাবিয়ে তোলে। এজন্য, ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি করোনায় স্বজন হারানোর বেদনায় আমরা সহানুভূতি প্রদর্শন করি। তারপরও সকল দুঃখ কষ্ট পেছনে ফেলে আসুন ঈদ আনন্দে আন্দোলিত হই।
সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ঈদকে উপভোগ করবেন মন ভরে। ইনশাআল্লাহ।
আসুন সসবাই বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।