সমকাল সাংবাদিকের হাত-পা কেটে ফেলার হুমকিতে কোম্পানীগঞ্জে প্রতিবাদ সভা

Untitled-10-samakal-5eff95c1893f0.jpg

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে সমকালের নোয়াখালী প্রতিনিধি আনোয়ারুল হায়দারের হাত-পা কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। সভা থেকে এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তির বিচারের দাবি জানানো হয়।

শুক্রবার সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তারা সংবাদ প্রকাশের জের ধরে আনোয়ারুল হায়দারের হাত-পা কেটে ফেলার হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অপসাংবাদিকতা বন্ধে বৈঠকে সবাই ঐক্যমত পোষণ করেন।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার তোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাফর উল্যাহ পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমকালের কোম্পানীগঞ্জ প্রতিনিধি তবিবুর রহমান টিপু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ রাসেদ (নয়া দিগন্ত), সহ-সভাপতি নাজিম উদ্দিন খোকন (মানবজমিন), শরফুদ্দিন শাহিন (যুগান্তর), ইকবাল হোসেন মঞ্জু ( নিউজ টু-ডে), প্রশান্ত সুভাস চন্দ দৈনিক বাংলাদেশ সমাচার)। উপস্থিত ছিলেন নুরুল আলম বিপ্লব (দৈনিক আমাদের সময়), মাইন উদ্দিন আহমেদ সেলিম (নোয়াখালী কন্ঠ), এহসানুল আলম খসরু (দৈনিক জনতা), রতি লাল দাস (দৈনিক যায়যায়দিন), বেলায়েত হোসেন চৌধুরী সুমন (দৈনিক আলোকিত বাংলাদেশ), রমজান আলী (দৈনিক দেশ রুপান্তর), আমির হোসেন (দৈনিক সকালের সময়), সিরাজ উল্যাহ (দৈনিক আমার সংবাদ), ছালা উদ্দিন (দৈনিক দিনকাল), কামাল উদ্দিন (দৈনিক সংগ্রাম) প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ জুন সমকালের ১৫ পাতায় ‘কথিত সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ কোম্পানীগঞ্জবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর ওইদিনই গোলাম মাওলা নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেওয়া হয় বলে জানান আনোয়ারুল হায়দার। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ২৪ জুন জেলার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top