বিশেষ প্রতিবেদক ।।
দেশ পরিচালনায় সরকারকে সম্পাদকদের সহযোগিতা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দেশকে এগিয়ে নিতে সংবাদপত্রের বিশেষ ভূমিকা রয়েছে। সংবাদপত্র দেশের গণমানুষের কথা বলবে। রাষ্ট্রকে জনগণের অধিকার আদায়ে জনগণের পক্ষে রাখতেও সম্পাদকদের ভূমিকা নিতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় বাংলাদেশ এডিটরস ফোরামের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী তথা ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক সুধী সমাবেশ ও কেক কাটার অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ টেলিফোনে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ এডিটরস ফোরামের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ মকছুদের রহমান মানিক এবং প্রচার সম্পাদক সুব্রত শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মদিনের উৎসবে করোনা সৃষ্টাচার মেনে সংগঠনের সিনিয়র সদস্যসহ অর্ধশতাধিক সম্পাদক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদেন।
মহাসচিব মোহাম্মদ মকছুদের রহমান মানিক-এর সূচনা বক্তব্যের পর সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনের পক্ষে আলোচনার অংশ নেন বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বজনাব রফিক উল্যাহ সিকদার, ওমর ফারুক জালাল, রফিকুল ইসলাম কাজল, অশোক ধর, মোহাম্মদ শহীদ উল্যাহ প্রিন্স, মুশফিকুর রহমান, ফজলুর রহমান জুলফিকার, মোঃ নোমানুল হক শহীদ, মোহাম্মদ শাহজাহান, আবু বকর সিদ্দিক প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সম্পাদকদের সংগঠনের শূন্যতা ছিলো। আপনারা সম্পাদকদের একটি সংগঠন করেছেন এটা জেনে আমি আনন্দিত। সংবাদপত্র ও সাংবাদিকতা সংশ্লিষ্ট সকল ফোরামে যেন আপনাদের সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় সে লক্ষে আপনারা কাজ করেন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশই আপনাদের ব্রত হওয়া উচিত।
আপনাদের সংগঠনের সম্পাদকদের মান-উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাংবাদিকদের পেশার মান-উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থ করা এবং সাংবাদিকদের বেতন বোনাস প্রদান করতে হবে।
অনুষ্ঠানে আগত সকল সম্পাদকদের সাথে নিয়ে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক নেতারা কেক কাটার পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের সমাপনী টানেন।