জাসদের বাজেট প্রতিক্রিয়া

bazet-2023.jpg

নোয়াখালী মেইল ডেস্ক ।।

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের প্রথম রাজনৈতিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলটির কেন্দ্রীয় অফিস সম্পাদক সাজ্জাদ হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল ১জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বৈশ্বিক মহামারী করোনার সুদূর প্রসারী অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটের মধ্যে প্রস্তাবিত বাজেটে জাতীয় অর্থনীতি ধরে রাখার প্রচেষ্টা।

তারা বলেন, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা ঘাটতি ধরেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উত্থাপন জাতীয় অর্থনীতির সক্ষমতারই পরিচায়ক।

তারা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্রীয় ব্যয়ের মান ধরে রাখার জন্য সুশাসন নিশ্চিত করা, রাজস্ব আহরনের পদ্ধতি জোরদার করা, কর ও রাজস্ব ফাঁকি দেয়া বন্ধ করা গেলে এ ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তারা বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে: বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সীমিত ও নি¤œ আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা, বিদ্যুৎ-গ্যাস-
জ্বালানী সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং ডলার ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক লেনদেন সচল রাখা।

দলটির মতে সামাজিক সুরক্ষা খাত, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়লেও চলতি অর্থবছরের তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেয়া দুঃখজনক। মোবাইল ফোন, পেনড্রাইভ, এসডি কার্ড, স্ক্যানার, প্রিন্টার, সিসি টিভি, ইলেক্ট্রনিক ও ইলেকট্রিক হোম এপ্লায়ন্স এখন আর বিলাসী দ্রব্য নয়Ñ প্রস্তাবিত বাজেটে এগুলোর দাম বৃদ্ধির প্রস্তাব ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ের সাথে সাংঘর্ষিক এবং স্ববিরোধী।

তারা আরো বলেন, এলপি গ্যাস সিলিন্ডার, সিমেন্ট, কলম, চশমা, কাগজের দাম বৃদ্ধির প্রভাবও পরবে নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top