হাতিয়ায় ৩ নম্বর সতর্কসংকেত

hatiya.jpg

হাতিয়া প্রতিনিধি ।।

নোয়াখালীর দ্বীপাঞ্চল হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়া কোস্টগার্ডের (এক্স), বিএন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী সতর্কসংকেতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী বলেন, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে মেঘনায় অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সতর্কতা হিসেবে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাইকিং করে নদীতে মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।

এদকে গতকাল সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পূর্ণিমা ও বায়ু চাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top