সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, মণ ১৮০০ থেকে ২২০০ টাকা, কেজি, ৪৫ থেকে ৫৫ টাকা

satkhira-mango-NM24.jpg

আমের ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি ।।

চাষিদের দাবির মুখে জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার হিমসাগর আমের ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মে থেকে গাছ থেকে সংগ্রহ করা যাবে এই আম। ১৪ মে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর ইউএনও শোয়াইব আহমেদ, সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ আম চাষিরা।

১৪ মে বুধবার শহরের সুলতানপুর বাজারে গিয়ে দেখা গেছে, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায় (৪৫ থেকে ৫৫ টাকা কেজি)।

তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ৩২০০ থেকে ৩৫০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।

এর আগে, সাতক্ষীরার জেলা প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম তোলেন বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মের আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে, সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। এ ছাড়া চাহিদানুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন তারা।

সভায় আলোচনা শেষে জাতীয় স্বার্থে গরমের কারণে আম দ্রুত পেকে যাওয়ায় আগের নির্ধারিত সময় সূচি এগিয়ে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top