সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন : নাহিদ ইসলাম

Nahid.jpg

নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন (বাঁয়ে) ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অফিসকক্ষে, ৪ নভেম্বর ২০২৪, ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক ।।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলেও তিনি জানিয়েছেন। ৪ নভেম্বর সোমবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অফিসকক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছরে দেশে অনেক অনিয়ম–দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে, যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে।’ দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।

সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের উন্নয়নে বিনিয়োগ প্রত্যাশা করে বলে বৈঠকে উল্লেখ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। এর জবাবে নরওয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।
১ সপ্তাহের মধ্যে বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন

বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে জানতে চান। জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এই আইনের অধীন যত মামলা হয়েছে, সব মামলাও বাতিল হবে। শুধু এই আইন নয়, মতপ্রকাশে বাধা সৃষ্টি করে এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে নানা রকম নেতিবাচক প্রচারণা করা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সত্য ঘটনা প্রচার করতে নরওয়ের সহযোগিতা কামনা করেন নাহিদ ইসলাম। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top