বীর মুক্তিযাদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আমাদের মাঝে আর নেই

sazada-NM24134_n.jpg

বীর মুক্তিযাদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক ।।

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহে অ ইন্নাইলাহি রাজিউন)। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ফরিদপুর–২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যূতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত। নোয়াখালী মেইল পরিবার তার আত্মার মাগফেরাত কামনা করছে।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন।
এছাড়া ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। পরে ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দা সাজেদা চৌধুরী আমৃত্যূ বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত তাঁর দুই কন্যাকে আগলে রেখেছেন। দলের চরম দু:সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনা তাঁর পরম সুহৃদকে হারালেন। দেশ হারালো এক সূর্য সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top