বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান
নোয়াখালী প্রতিনিধি ।।
করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াখালী ৪ আসনের একাধিকবারের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। মো. শাহজাহান-এর করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি বলেন, গলাব্যাথা ও সর্দি অনুভব করার পর করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। গতকাল করোনার রিপোর্ট পজিটিভ আসে। আমার অন্য কোনো শারীরিক সমস্যা নেই।
তিনি আরও বলেন, বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু আগামীকাল থেকে। প্রথম দিনই ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক রয়েছে। অনেক আশা করেছিলাম এই বৈঠকে থাকব। কিন্তু করোনা হওয়ার কারণে যেতে পারব না।