বিএনপি জামায়াতের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

cumilla-2311060817.jpg

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।

নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দিনভর ছিলো ফাঁকা। তবে দুপুরের পর কিছু গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় কম।পাশাপাশি যাত্রীও নেই তেমন একটা। সোমবার (৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহাসড়কে রয়েছে বিজিবির টহলও।

অন্যদিকে জেলাজুড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে যান চলাচল কম রয়েছে। এর মাঝে কিছু গণপরিবহন চলাচল করলেও যাত্রী ছিলোনা তেমন।

তবে মহাসড়কের আলেখারচর, ঝাগুরঝুলি, পদুয়ারবাজারসহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, মহাসড়ক ফাঁকা রয়েছে, যানবাহনের চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়ছে। নাশকতা রোধে হাইওয়ে পুলিশ একাধিক টিম মোতায়েন রয়েছে।

‘সংসদ নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত অরাজকতা করে’
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম গত সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা স্তব্ধ করার জন্য যখনই জাতীয় সংসদ নির্বাচন আসে ঠিক তখনই বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে। যে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারাই নাকি জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও অনেক সংকট অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে, ভবিষ্যৎ এ ধারা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, যারা আজকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলছে তারা কীভাবে গাজা ও ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক নারী ও শিশুদের হত্যায় সহযোগিতা করে। মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, গাজা কি মানবাধিকার আওতার বাইরে?

মো. তাজুল ইসলাম দেশের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে সবাইকে দৃঢ়সংকল্প নেওয়ার আহ্বান জানিয়ে নোয়াখালী মেইলকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। যারাই অগ্নি সন্ত্রাস ও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তাদের প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top