বিএনপি-জামায়াতকে ফরহাদ মজহার, আপনারা কেন নির্বাচন চাচ্ছেন? আপনারা হলেন, লুটেরা-মাফিয়া শ্রেণি

Fahad-Majhar.jpg

আলোচনা সভায় উপস্থিত অতিথিরা।

বিশেষ প্রতিবেদক।।

গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে ‘রাষ্ট্রচিন্তা’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক জনগোষ্ঠী, সংবিধান ও গঠন’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বিশিষ্ট কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, আপনারা কেন নির্বাচন চাচ্ছেন?

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বিশিষ্ট কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার আরো বলেছেন,  আপনারা আমাদের সঙ্গে আর তামাশা করবেন না। এই সরকার শহীদদের রক্ত আর লাশের দ্বারা নির্বাচিত। নতুন নির্বাচন চাওয়া মানে শহীদের রক্ত আর লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

ফরহাদ মজহার বলেন, আপনারা এতদিন বলেছেন, নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে যাবেন। আপনারা কারা? আপনারা হলেন, লুটেরা-মাফিয়া শ্রেণি। আপনাদের সেই নির্বাচনে কোনো কর্মী নির্বাচন করতে পারে না। কারণ, আপনাদের নির্বাচন করতে হলে ২ কোটি টাকা লাগে। এখন শুনছি, ৫ কোটি টাকা লাগে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের জায়গায় আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ক্ষমতাধর জায়গাগুলো দখলে নিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের হাসান মাহমুদ (সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী) বলেই দিয়েছেন, বিএনপি আর আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করবে।

তরুণদের উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, নিজেরা চিন্তা করতে শিখুন। আবেগ দিয়ে পুলিশ মোকাবিলা করা যায়, জীবন দেওয়া যায়, পঙ্গু হওয়া যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।

চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এই সরকারের উচিত ছিলো শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে শপথ নেওয়া। কিন্তু তারা রক্ত দিয়ে অর্জিত বিজয়কে ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আমি তখনই সাহস নিয়ে এটির সমালোচনা করেছিলাম। কিন্তু তখন অনেকে আমাকে নিয়ে ট্রল করেছে। তারা এখন ঠিকই বুঝতে পেরেছে।

আলোচনাসভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ‘রাষ্ট্রচিন্তা’র প্রতিষ্ঠাতা হাসনাত কাইয়ুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top