পিএসসি’র নতুন চেয়ারম্যান হলেন নোয়াখালীর কৃতি সন্তান সোহরাব হোসাইন

119470814_3303209553119558_3182489770473521287_n.jpg

সোহরাব হোসাইন। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক।।

রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ এডভোকেট সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের সাংবিধানিক ক্ষমতাবলে সাবেক সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে বাংলাদেশ সার্ভিস কমিশন – পিএসসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী ৫ বছরের জন্য নিয়োগ দান করেন তিনি।

১৬ সেপ্টেম্বর ২০২০ জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা নিশ্চিত করেন। শুক্রবার পিএসসি’র বর্তমান চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক এর অবসরোত্তর তিনি এ পদে অধিষ্ঠিত হবেন। সাংবিধানিক পদ বলে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিয়ে সরকারের আস্থাভাজন সাবেক এ সিনিয়র শিক্ষা সচিব তাঁর ওপর অর্পিত দায়িত্ব শুরু করবেন।

সোহরাব হোসাইন ১৯৮৪ ব্যাচের একজন চৌকশ দক্ষ আমলা। ব্যক্তিগত জীবনে অত্যাধিক বিনয়ী এ ব্যক্তিত্ব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top