বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবের শ্রদ্ধা
নোয়াখালী মেল ডেস্ক ।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ১৩ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিব শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তারা এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এ সময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।