নোবিপ্রবি উপাচার্যকে সপরিবারে হত্যার হুমকি!

221542Kalerkantho_pic.jpg

নোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

নোবিপ্রবি প্রতিনিধি।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমকে মোবাইল ফোনে প্রথমে নিজেকে সর্বহারা জলদস্যু প্রধান পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। অতঃপর চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অকথ্য ভাষায় গালাগালি এবং সপরিবারে হত্যার হুমকি দিয়ছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোবিপ্রবি’র উপাচার্য।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় অপরিচিত ০১৮২৬৭৫২৬১৪ নাম্বারে উপাচার্যকে ফোন করে নিজেকে সর্বহারা জলদস্যু প্রধান মহিউদ্দিন পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। পরে উপাচার্য চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে হত্যার হুমকি দেয়।

জিডিতে প্রাণনাশের হুমকি প্রদানকারী ওই ব্যক্তির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও করেছেন উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top