নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে  জাসদ

jasod-1431.jpg

নগর প্রতিবেদক ।।

নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে জাসদ নেতৃবৃন্দ। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার  ৮ এপ্রিল ২০২৪ এক বিবৃতিতে বলেন, ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুজো বসে থাকে।

তারা আরো বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ-তোষন করার ভ্রান্ত নীতি পরিহার করুন। জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাটের নিষেজ্ঞা প্রত্যাহারের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top