তরুণদের সুযোগ করে দিন : সায়মা ওয়াজেদ

image-232014.jpg

সায়মা ওয়াজেদ হোসেন। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক।।

সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন দেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন ওয়াজেদ রোববার রাতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের যুব শাখা ইয়ং বাংলার উদ্যোগে আয়োজিত ‘লেট’স টক অব সেভেন-চ্যাপ্টার’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান। তার বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সাতটি এপিসোডের সমাপ্তি ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে তার সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় রাজনৈতিক অঙ্গনে প্রচণ্ডভাবে ঝাঁপিয়ে পড়েন এবং চূড়ান্তভাবে একটি দেশ প্রতিষ্ঠা করেন তা উল্লেখ করে সায়মা ওয়াজেদ যে বয়সটায় এককভাবে কারো গভীর জ্ঞানের ইঙ্গিত করে, সে বয়সেই গতানুগতিকতা ভেঙে ফেলার আহ্বান জানান।

তিনি বলেন, বয়সে তরুণ হলেই তার জ্ঞান কম হবে, এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। উপরন্তু আমাদের দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তরুণদের পর্যাপ্ত মেধা রয়েছে এবং অন্যদের জন্য তারা আলোকবর্তিকা হয়ে পথ দেখাতে পারে।

সায়মা ওয়াজেদ বলেন, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের দিকে তাকাই, আমরা যদি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই, তিনি তার সম্প্রদায়ের প্রয়োজনে একজন তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে উৎসর্গ করেছিলেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর থিমেটেক অ্যাম্বাসেডর সায়মা বলেন, বঙ্গবন্ধু রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেননি। তিনি বড় কোনো সংগঠন দিয়ে শুরু করেননি। এই অংশ পরে শুরু হয়। তিনি তার সম্প্রদায়ের ভেদাভেদের বিষয়টি পর্যবেক্ষণ করে তার জীবন শুরু করেছিলেন। তিনি তার সমর্থকদের পর্যবেক্ষণ করেন এবং কিভাবে তাদের তাদের সহায়তা করতে পারেন তা নির্ধারণ করেন।

তিনি বলেন, তিনি তার অভিযাত্রা শুরু করেন। তার নেতৃত্বদানের ক্ষমতার মাধ্যমে তার নিজের উন্নতি করেছিলেন, তার তরুণ জীবনের উন্নয়ন করেছিলেন এবং তার সম্প্রদায়ের কাজের উন্নয়ন করেছিলেন। তার কিছু নৈতিক মূল্যবোধ ছিল। তিনি এই মূল্যবোধগুলো অনুসরণ করেছেন। তার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে। তিনি সকল বাধা-বিপত্তি মোকাবিলা করেছেন। তিনি নিজে তার সুযোগ তৈরি করেছেন এবং তার নেতৃত্বদানের গুণাবলী উন্নয়ন করেছেন। সেজন্যই আমরা নিজেদের একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছি। তিনি আমাদের শিখিয়ে গেছেন।

সায়মা বলেন, ছোটবেলা থেকেই আমাদের এই বিষয়গুলো শেখা উচিত এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পুরোপুরি প্রত্যাশা থাকে, তাহলে তরুণদের জন্য এই সুযোগগুলো তৈরি করে দেওয়া অবশ্যই দায়িত্ব।

সায়মা ওয়াজেদ গত কয়েক দিন ধরে লেটস টকের আলোচনায় যে সুপারিশগুলো উত্থাপিত হয়েছে, তা নিয়ে আলোচনা করেন।

নবনীতা চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ইয়ং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আহমেদ কায়কাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top