ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
বিশেষ প্রতিনিধি ।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশের ৬ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা দেয়।
যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগ পথই দ্রুত চলে আসলেও ঢাকা ডুকার মুখে যানজটে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
৫ আগস্টের পর থেকেই অজানা কারনে প্রায় প্রতিদিনই কখনো সোনারগাঁও থেকে কখনো মদনপুর থেকে আবার কখনো চিটাগাং রোড থেকে ঢাা শহর পর্যন্ত যানজট যেন নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলাচলকারী যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে, অসহ্য হয়ে উঠেছে নিত্য যানজট। সোনারগাঁও থেকে ঢাকা ডুকতে ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত লাগছে বেশিরভাগ দিনই।
ঢাকাগামী ট্রাক চালক মো. ফারুক হোসেন জানান, প্রায় ১ ঘণ্টা যাবত জ্যামে আটকা পড়ে আছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে এসে বসে আছি গাড়ি সামনে যাচ্ছেই না। তবে কখন ঢাকা পৌঁছাব, পার্টি বারবার ফোন করে জিজ্ঞেস করছে তবে কখন পৌঁছাব তা জানি না।
তবে এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকালে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না।