ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

safe_image.php_.jpg

নিজস্ব প্রতিবেদক।।

সরকার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) পরিচালক স. ম. গোলাম কিবরিয়াকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গোলাম কিবরিয়া গত ২ মার্চ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সাত মাসের মাথায় তাকে ডিএফপির মহাপরিচালক হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়।

তিনি ১৩ তম বিসিএসের তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার গোলাম কিবরিয়া ফেসবুক স্টাটাসে বলেন, তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে আজ আমাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হলো। এজন্য মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, সম্মানিত তথ্য সচিব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ ২ মার্চ ২০২০ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্বে ছিলাম৷ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বর্তমান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top