চাঁদপুর প্রতিনিধি ।।
পৌষের শেষ সপ্তাহে চাঁদপুর জেলায় সর্বনিম্ন তামপাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ জানুয়ারি) চাঁদপুর আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
শুক্রবার রাত থেকে জেলা সদর ও গ্রামাঞ্চলে ঘনকুয়াশা শুরু হয়েছে। ঘনকুয়াশার ফলে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল এবং চাঁদপুর-শরীয়পুর রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। অপরদিকে তীব্র শীতে ভাসমান জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পরেছে। তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে জেলেরা নদীতে নামতে পারছে না। জেলার চরাঞ্চল এলাকার প্রায় অর্ধলাখ জেলে খুবই কষ্টে আছেন।
পুরানবাজার জেলে পাড়ার মমিন মাঝি জানান, কুয়াশা আর তীব্র শীতে আমরা অনেকে ঘর থেকে বাহির হতে পারছি না। এমন পরিস্থিতি থাকলে আমদের অনেকে অনাহারে কষ্ট পাবে।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. শামছুল হক জানান, এবছর আজকেই চাঁদপুরে সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিন দিন পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।