পর্যটকদের জন্য বান্দরবানেও খুলল পর্যটনের দ্বার

Bandorbon.jpg

বিশেষ প্রতিবেদক ।।

করোনা সংক্রমণ রোধে দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে ২০ আগস্ট এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে সব পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল খোলার নির্দেশনা জারি করা হয়।

দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পাশাপাশি হোটেল মোটেল চালু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। তারা জানান, দীর্ঘদিন বন্ধ থাকলেও নতুনভাবে হোটেল-মোটেল চালু হলে ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা মোতাবেক সব কর্মকা- বাস্তবায়ন করা হবে।

হিলভিউয়ের একাউন্ট ম্যানেজার মো. তৌহিদ পারভেজ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে হোটেল খুলেছি এবং আমরা প্রশাসনের নিয়ম মেনে হোটেলে অতিথিদের অবস্থান করতে দেব। হোটেলে প্রবেশ মুখে আমরা বেসিন, ডিসইনফেকশন ট্রে, তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা গ্রহণ করেছি। লবিসহ সব রুমে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছি।

চেক-ইন করায় সময় বিদেশি পর্যটকের পিসিআর পরীক্ষা রিপোর্ট সঠিকভাবে দেখে নেওয়ার ব্যবস্থা করেছি। অভ্যর্থনা ডেস্কে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন- জীবানুনাশক, ফেস মাস্ক, ফ্রেস শিল্ড, চশমা, সুরক্ষামূলক অ্যাপ্রোন, লম্বা হাতার গাউন ইত্যাদি রাখার ব্যবস্থা করেছি।

বান্দরবান হোটেল হিলটনের জেনারেল ম্যানেজার মো. আক্কাস উদ্দিন সিদ্দিক বলেন, হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালাবো। পর্যটক যারা আসবে তাদের সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. আমিনুল হক বলেন, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রে নিরাপত্তা বৃদ্ধি করেছি। এখন থেকে যারা বান্দরবানে বেড়াতে আসবে তাদের নিরাপত্তা ও তাদের ভ্রমণে সহায়তা করতে আমরা আরও বেশি সর্তকর্তা অবলম্বন করব।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, পর্যটকদের আরও সতর্ক থাকতে হবে। নো মাক্স, নো এন্ট্রি বিষয়টিকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top