সীতাকুণ্ডে বিস্ফোরণ : বাতাসে ছড়িয়েছে ঝাঁঝালো গন্ধ, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে

0a.jpg

চট্টগ্রাম ব্যুরো ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন একজন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমসহ সর্বত্র সংবাদটি প্রচারিত হচ্ছে।

জানা গেছে, বিএম ডিপোতে আমদানি হয়ে আসা ও রপ্তানিমুখী প্রচুর মালবাহী কনটেইনার ছিল। এসব কনটেইনারের মধ্যে রাসায়নিক পদার্থও ছিল।

এদিকে, সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে জানানো হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের দলনেতাসহ তিন জন কর্মী নিখোঁজ রয়েছেন। শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিপোতে এখনও আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে ৪৫০ জন। রোববার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় এসব তথ্য পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top