নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোট স্থগিত, সদস্য পদে নির্বাচন ১৭ অক্টোবর

Z-EC.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোট স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে সদস্য পদে নির্বাচন ১৭ অক্টোবর যথারীতি অনুষ্ঠিত হব। বুধবার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালত একইসঙ্গে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন আপিল বিভাগে পাঠিয়ে একই দিন শুনানির তারিখ রাখেন। টিটুর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

আদালতে টিটুর পক্ষে শুনানি করা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) ঋণখেলাপির অভিযোগ ওঠা নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু।

গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ ছাড়া সাধারণ সদস্যপ্রার্থী পাঁচজন ও সংরক্ষিত সদস্যপদে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হলে হাইকোর্টে রিট করেন টিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top