স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

Mirza-Fakhrul.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

২৪ অগাস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাড়ে ও পায়ে ব্যথাসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। তবে কবে ফিরবেন এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন। তার স্ত্রীও চিকিৎসা করাবেন।

শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top