বিএনপি দিনরাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদ্‌গার করে চলছে : ওবায়দুল কাদের

KKnm.jpg

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি ।

নিজস্ব প্রতিনিধি ।।

‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণে নিজ বলয়ে সংলাপ করছে।’ ২ জুন  বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।’ বিএনপি দিনরাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদ্‌গার করে চলছে—এমন দাবি করে তিনি বলেন, ‘এখন তারা বলছে আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক্‌সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতা–কর্মীরা পাননি। অন্যদিকে বিএনপির নেতা–কর্মীরা রাস্তার ভাষায় কথা বলেন।’

বিএনপির নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেন না অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা স্লোগান দেয়, ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়—এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top