বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

Sgrr.png

বঙ্গোপসাগর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ।।

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বজলুর রশিদ বলেন, আজ দুপুর নাগাদ নিম্নচাপটি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাব বাংলাদেশে খুব একটা পড়বে না। তবে নিয়ম অনুসারে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আর আগামীকাল মঙ্গলবারের পর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর, এই তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top