নোয়াখালীতে বিএনপির আলোচনা সভা ও ইফতার

BNP26.jpg

নিজস্ব প্রতিবেদক  ।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা, কারা নির্যাতিতদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার বিকালে নোয়াখালী জেলা শহরের নোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলামসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top