টানা ১১ দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, খুলতেই আসেনি কেউ

BNP-K.jpg

তালা বন্ধ নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

নগর প্রতিবেদক ।।

২৮ অক্টোবর রাত থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। নেতাকর্মীদের অফিস সহকারীরাও পালিয়ে গেছে। সেদিনের পর কেউ দলের অফিস খোলারও চেষ্টা করেনি। তবে এখনো দলীয় কার্যলয়ের সামনে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছে বিএনপি কার্যালয়ে।

এদিন দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বাস ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করছে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের কেউ দাঁড়িয়ে রয়েছেন, আবার কেউ বসে আছেন। উৎসুক লোকজন কার্যালয়ের আশপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যাচ্ছেন। তবে বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ের সামনে বা আশপাশে কোথাও দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top