জন্মদিনে শেখ কামালকে আওয়ামীলীগসহ ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ফুলেল শ্রদ্ধা

Kamal.jpg

বনানীতে শেখ কামালের কবরে শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়াবিদ, সংগঠক শেখ কামালের জন্মদিনে তার প্রতিকৃতি ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে প্রথমে আবাহনী ক্লাব লিমিটেড প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে এবং পরে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ ও আবাহনী ক্লাব ছাড়াও বিভিন্ন ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে।

বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংস্কৃতিমনা এই মানুষটিকে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন সেখানে ফুলেল শ্রদ্ধা জানায়।

শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা

এসব কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২তম জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাকেও ঘাতকেরা হত্যা করে। তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top