জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল পত্রিকার অনলাইন সংস্করণ www.noakhalimail24.com এ কাজ করার সুযোগ

Online-AD.jpg

বার্তা বিভাগ

দেশের জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল পত্রিকার অনলাইন নিউজপোর্টাল বা অনলাইন সংস্করণ www.noakhalimail24.com এ কাজ করার সুযোগ তৈরি হয়েছে। অনলাইন নিউজপোর্টাল বা অনলাইন সংস্করণ www.noakhalimail24.com এ কাজ করার কয়েকজন সংবাদদাতা, ফটো সাংবাদিক, নিউজ এডিটর, ক্রাইম রিপোর্টার, গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে।

জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল পত্রিকার অনলাইন নিউজপোর্টাল বা অনলাইন সংস্করণ www.noakhalimail24.com  পরিবারের সঙ্গে চ্যালেঞ্জ নিতে ইচ্ছুকদের কাছে জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

যোগ্যতা
ক. সংবাদদাতাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ ও মননশীল বিষয় দেখার অন্তচক্ষু আছে এবং নিজস্ব ডেস্কটপ বা লেপটপসহ ইন্টারনেট সুবিধা রয়েছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে সংবাদ সংগ্রহে পারদর্শী হতে হবে। থাকতে হবে স্মার্টফোনে লেখার অভিজ্ঞতা। বাংলা-ইংরেজি উভয় ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

খ. ফটো সাংবাদিকদের ক্ষেত্রে  উন্নতমানের নিজস্ব ক্যামরা এবং নিজস্ব ডেস্কটপ বা লেপটপসহ ইন্টারনেট সুবিধা রয়েছে।

গ. নিউজরুমে কাজের ক্ষেত্রে: দ্রুত গতির টাইপিং, নির্ভুল বাংলা লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও সম্পাদনায় দক্ষ হতে হবে।

গ. প্রযুক্তি জ্ঞান ও অনলাইনে কাজ করার অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ আবেদনকারীর অযোগ্যতা বলে গণ্য হবে।

আবেদন পাঠাতে হবে [email protected] বা  [email protected] এই মেইলে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ:  ৩১ আগস্ট ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top