ইসলামী ও জীবন ডেস্ক
নির্বাচিত হাজিদের কোয়ারেন্টিনে অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রবিবার থেকে তাঁদের সাত দিনের কোয়ারেন্টিন শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিন শেষে হাজিরা হজের মূল কার্যক্রমে অংশ নিতে পারবেন। করোনা মহামারির কারণে এ বছর মাত্র ১০ হাজার হাজি অংশগ্রহণ করতে পারছেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক।
বিদেশি কোটায় ২০২০ সালের হজ কার্যক্রমে ১৬০ দেশের নাগরিক অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। হজে অংশগ্রহণকারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রমে অংশ নিতে হবে এবং হজ শেষেও তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। সূত্র : আরব নিউজ