ভারতে একদিনে করোনা শনাক্ত ২৭ হাজারের বেশি

corona-India.jpg

আন্তর্জাতিক ডেস্ক ।।

আমাদের প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘন্টায়  নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৬০২ জনে। একই সময়ে সারা দেশে ৫১৯ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে যায়। সবচেয়ে বড় কথা, ৭ লক্ষ থেকে ৮ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ৪ দিন। দেখা যায়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পৌঁছাতে ১১০ দিন সময় লেগেছিল, আর সেই সংখ্যা ৮ লক্ষের বেশি হতে সময় লেগেছে মাত্র ৫২ দিন।

এদিকে, পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন। দেশের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই করোনা আক্রান্তের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি এবং তেলেঙ্গানা।

তবে আশার খবর যে, দেশটিতে চিকিৎসা সহায়তায় বহু করোনা রোগীই সুস্থ হয়ে উঠছেন। সরকারি তথ্য মতে, সারা দেশে মোট ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশটির সুস্থতার হার ৬২.৭৮ শতাংশ।

এদিকে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় দেশ হলো ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top